বরিশালে জেলা কৃষকদল এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ভোলায় সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহীম ও ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল।

রোববার (৭ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপির দলীয় কার্যলয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা (দক্ষিন) কৃষক দলের আহবায়ক এইচ, এম. মহসিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকদল সদস্য সচিব সফিউল আলম সাফরুল,যুগ্ম আহবায়ক সবুর খান,মনির হোসেন,মোজাম্মেল হাওলাদার,জাহাঙ্গির হোসেন ও কোতয়ালী কৃষকদল সভাপতি মারুফ আহমেদ, সাধারন সম্পাদক মোঃ রুবেল। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

এর পূর্বে জেলা কৃষক দল নেতৃবৃন্দের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে দলীয় কার্যলয়ের সমাবেসস্থলে এসে শেষ হয়।তবে সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশী বেরিকেডে অশ্বিনী কুমার হল ফটকে তা আটকে যায়।