বাকেরগঞ্জে সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

News News

Desk

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

অনলাইন ডেস্ক : উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচি প্রান্তজন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক এস.এম. শাহাজাদা, ইব্রাহিম হামিদ মাসুম, জাহিদ হোসেন, মুক্তি মাহমুদ, ও বরকত হোসেন।

বক্তারা বলেন, পানির অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় পানির উৎসগুলোর লবণাক্ততা বেড়েছে। অন্যদিকে ভূ-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপেও পানি উঠছে না।

তাই উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে।

এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা ও খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবিও জানান বক্তারা।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম