৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ হওয়া ১৯ জেলের

News News

Desk

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : পাঁচ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ জেলের। এ অবস্থায় আতংক-উৎকণ্ঠা বাড়ছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে। কান্নায় ভেঙে পড়ছেন অসহায় স্বজনরা।

গত (১৭ আগস্ট) ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে পড়া সেই রাত থেকেই এসব জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ট্রলার ডুবে গেছে নাকি নেটওয়ার্কের বাইরে রয়েছে তাও কারো জানা নেই। তবে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।

বারেক মাঝি নামে নিখোঁজ এক জেলের ভাই মো. বাবুল বলেন, গত (১৭ আগস্ট) সকালে আমার ভাই বারেক মাঝি, আলাউদ্দিন মাঝি, আল-আমিনসহ ১৩ জন জেলে মিলে মাছ শিকারে সাগরে যায়।

বৈরি আবহাওয়ার পর থেকেই তাদের কোনো খোঁজ পাচ্ছি না। মোবাইলেও তাদের পাওয় যাচ্ছে না। তারা জীবিত আছেন নাকি মারা গেছেন তাও জানা নেই। সরকারের কাছে অনুরোধ, যাতে আমার ভাইসহ জেলেদের খুঁজে পেতে সহযোগিতা করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, দুই ট্রলারের ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওবায়েদুল্লাহ বলেন, শুক্রবার (১৯ আগস্ট) রাতে ঝড়ের কবলে পড়ে ২০ থেকে ২৫টি ট্রলারের দুই শতাধিক জেলে নিখোঁজ ছিলেন।

তাদের মধ্যে বেশিরভাগ জেলেকেই উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

সূত্র ; বাংলানিউজটোয়েন্টিফোর.কম