
নিজস্ব প্রতিবেদক : আজ (১৯ অক্টোবর) বুধবার সকাল সাড়ে ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশালের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় মিলনায়তনে ০৫-১১ বছরের সকল শিশুর করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত অবহিতকরণ ও পরিকল্পনা (ওরিয়েন্টেশন) সভা ২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,
পরিচালক আইসিটি বিভাগ ইসলামিক ফাউন্ডেশন মোঃ আবদুল্লাহ আল মাসুদ, মেডিকেল অফিসার সিভিল সার্জনের কার্যালয় বরিশাল ডাঃ মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম, চীফ ইউনিসেফ বরিশাল অফিস এএইচ তৌফিক আহমেদ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা ৫-১১ বছরের সকল শিশুর করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
আলোচনা শেষে অবহিতকরণ ও পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরিশেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।