উজিরপুরে র্যাবের অভিযানে ২৮২ পিচ ইয়াবা সহ আটক ১ News News Desk প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং বাজারে অভিযান চালিয়ে ২৮২ পিচ ইয়াবা সহ সুজন শিকদার (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। শনিবার (২৩ জুলাই) রাতে এই অভিযান চালায় তারা। আটক সুজন মশাং গ্রামের বাচ্চু সিকদারের ছেলে। এ সময় মাহফুজ খান (৪০) ও মঞ্জুু খান (৪১) নামে দুই জন পালিয়ে যায়। এ ঘটনায় র্যাবের ডিএডি নুর ইসলাম বাদী হয়ে ওই রাতেই ৩ জনকে আসামী করে মাদক আইনে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। SHARES জেলা/উপজেলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড