শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা News News Desk প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : যশোরের অভয়নগরে জহিরুল ইসলাম (৩৩) নামের এক যুবক স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ জহিরুলকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করেছে। ঘাতক জহিরুল ইসলাম যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর রহমানের ছেলে। নিহত তিনজন হলেন- জহিরুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী(২৮), দুই কন্যা সন্তান সুমাইয়া (৯) ও সাথিয়া (২)। যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে জহিরুল ইসলামের শ্বশুরবাড়ি। সেখান স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে বাড়িতে ফিরছিলেন জহিরুল। পথে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রাখে। পরে জহিরুল নিজেই বসুন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ জহিরুলকে নিয়ে সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি রূপন কুমার সরকার। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES অপরাধ বিষয়: