কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে-গুলি করে হত্যা News News Desk প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে তিন তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১০ জুন) ভোরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানান রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল। নিহত রোহিঙ্গা তরুণরা হলেন, মো. ইলিয়াছ, মো. ইছহাক ও ফিরোজ খাঁন। অধিনায়ক মো. ইকবাল জানান, বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাত রোহিঙ্গা উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশ করেন। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করেন। এ সময় তারা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গা তরুণকে হত্যা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গা তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES অপরাধ বিষয়: