আলোচিত বিশ্বজিৎ দাস হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

News News

Desk

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২২

অনলাইন ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ঢাকার চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার মোকামতলা বাজার সংলগ্ন আলাউদ্দিনের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আলাউদ্দিন শ্বশুরবাড়িতে ঈদ করতে এসেছিলেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ চলাকালীন পুরান ঢাকার শাখারিবাজার এলাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন