বাউফলে ইউএনও’র কঠোর পদক্ষেপ: ১৩ বছর বয়সী মেয়ের বাল্যবিবাহ রোধ

News News

Desk

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি :- পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এক শোচনীয় বাল্যবিবাহ ঠেকানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় ১৫ বছর বয়সী ইব্রাহীমের সঙ্গে অষ্টম শ্রেণির পড়ুয়া মাত্র ১৩ বছর বয়সী জান্নাত আক্তারের বিয়ের আয়োজন বাতিল করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের পরিবার (প্রাথমিকভাবে অসম্মত) থাকলেও চাপে পড়ে বিয়েতে রাজি হয়। ইউএনও আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপনে তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রয়োগ করে অনুষ্ঠান বন্ধ করে।

ছেলের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা ও লিখিতভাবে ভবিষ্যতে এমন কাজ না করার **”মুচলেকা”** দিতে বাধ্য করা হয়।

“মেয়েটির বয়স প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবারকে সচেতন করে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে,” বলেছেন আমিনুল ইসলাম।

স্থানীয়রা প্রশাসনের এই সক্রিয়তাকে স্বাগত জানালেও কিছু প্রতিবাদী কণ্ঠে উঠেছে প্রশ্ন”গ্রামে দারিদ্র্য ও অশিক্ষার কারণে এমন ঘটনা ঘটে। শুধর শাস্তি নয়, টেকসই সমাধান চাই,” বলেছেন এক স্কুলশিক্ষক।