বাউফলে বিএনপির দুটি গ্রুপের আলাদা বিক্ষোভ:

News News

Desk

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি :-পটুয়াখালীর বাউফলে বিএনপির দুটি ভিন্ন গ্রুপের পক্ষ থেকে “ষড়যন্ত্র ও মিথ্যাচারের” প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ দুটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের নেতৃত্বে একদল কর্মী বাউফল পৌর শহরের হাসান দালাল মার্কেট এলাকা থেকে মিছিল বের করে। তারা শহরের প্রধান সড়কগুলো ঘুরে স্লোগান দেন।

এরপড়ে ৫.৩০ মিনিটে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সমর্থকরা এমপির ব্রিজ এলাকা থেকে আরেকটি মিছিল শুরু করে। এটি গোলাবাড়ি মোড় হয়ে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উভয় মিছিলে “এক বোতলের দুই সিপি জামাত-শিবির আর এমসিপি”, “ষড়যন্ত্রকারীদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও” এবং “জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়” এর মতো স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভের সময় বাউফল থানা পুলিশ শহরের কৌশলগত পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করে।

স্থানীয় প্রশাসন জানায়, পুরো ঘটনা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।