জ্বালানি উপদেষ্টার বক্তব্য ও পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ News News Desk প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬ মাসুম বিল্লাহ (পটুয়াখালী) প্রতিনিধি: জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ এবং নবম পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা ১১ টায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাউফল সরকারি কবরস্থান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির বক্তব্য রাখেন। একই সময়ে উপজেলা শাখার সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি বা বিশৃঙ্খলার উদ্দেশ্যে সমবেত হইনি। দীর্ঘদিন ধরে ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ। পে-স্কেল কোনো দয়া নয়, এটি একজন কর্মচারীর ন্যায্য অধিকার। কিন্তু পে-স্কেল বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি উপদেষ্টার অনীহাপূর্ণ বক্তব্য কর্মচারী সমাজকে হতাশ করেছে।” সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা “পে স্কেল দিতে হবে, দিয়ে দেন” স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড