বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার পক্ষে ২২ নং ওয়ার্ডে প্রচার-প্রচারণা News News Desk প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬ বরিশাল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে বরিশালে প্রচার প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সম্ভাব্য জনপ্রতিনিধিরা ভোট বাগাতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। শনিবার (৩১ জানুয়ারী) বিকালে নগরীর নবগ্রাম রোড এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এর পক্ষে ২২ নং ওয়ার্ড এর নেতৃবৃন্দরা লিপলেট বিতারন ও প্রচার প্রচারোনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম – সাবেক সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সাবেক সভাপতি যুবদল বরিশাল মহানগর ও সাবেক জিএস বিএম কলেজ।আজিজুল রহমান ভূঁইয়া মামুন- সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা, সাবেক যুগ্ন-আহবায়ক জেলা ছাত্রদল। নাজমুল হাসান ছবির – সাবেক যুগ্ম-আহবায়ক বরিশাল জেলা ছাত্রদল, সাবেক ম্যাগাজিন সম্পাদক বাকসু, নজরুল ইসলাম কামাল -সাহিত্য সম্পাদক মহানগর যুবদল, আহবায়ক ৫নং ওয়ার্ড যুবদল ,নূরেআলম- যুগ্ন-আহবায়ক ৫নং ওয়ার্ড যুবদল এছাড়াও উপস্থিত ছিল জিলানী, জলিল মুন্সী, দিনার, জলিল রারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড