বাউফলে বিএনপির বিক্ষোভ: জামাত-শিবিরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

News News

Desk

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জামাত-শিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে উত্তপ্ত স্লোগান দিয়ে শনিবার (১৩ জুলাই) বিকেলে কালাইয়া ইউনিয়নে মিছিল ও সমাবেশ করা হয়।

খুলনায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা কালাইয়া বন্দর বাজার থেকে মিছিল শুরু করে বেলী ব্রিজ সংলগ্ন বাস কাউন্টার মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। তাদের দাবি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে তাদের এই আন্দোলন। এসময় তারা “জামাত-শিবির রাজাকার, ধইরা ধইরা জবাই কর ” জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়,সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে বক্তারা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি
ও বাউফলে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ও তার সংগঠনের সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন বক্তব্য দেন।

এ সময় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন, যাদের মধ্যে ছিলেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. স্বপন মৃধা, মো. আসিফুর রহমান রিফাত, মো. কামাল হাজী প্রমুখ ।