ঝালকাঠির রাজাপুরে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে হাতুরিপেটার অভিযোগ

News News

Desk

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪

অনলাইন ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে পেটে পিস্তল ঠেকিয়ে মোস্তাফিজুর রহমান জাকির নামে এক শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। জাকির ওই গ্রামের মোতাহার হাওলাদারেরর ছেলে। আহত জাকির রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক।

আহত মোস্তাফিজুর রহমান জাকির জানান, রবিবার (০৪ ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে নারিকেল বাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম চানের নেতৃত্বে ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরো কয়েকজন পথরোধ করে পেটে পিস্তল ঠেকিয়ে ডাকচিৎকার দিতে নিষেধ করে মারধর করে।

এরপরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। এসময় একটা টর্চ লাইটের আলো আসে তখন মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে থানায় নেয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে তৌহিদুল ইসলাম চানের মতামতে জন্য তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া গেছে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন