বরিশালের নেহালগঞ্জে প্রতিপক্ষের ছুড়ে মারা দাহ্য পদার্থে শিশুসহ দগ্ধ ৩

News News

Desk

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশাল সদর উপজেলার চর নেহালগঞ্জ এলাকায় প্রতিপক্ষের ছুড়ে মারা তরল দাহ্য পদার্থে এক দম্পতি এবং তাদের দেড় বছর বয়সের শিশুর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-ওই এলাকার রিয়াজ হাওলাদার ও তার স্ত্রী খাদিজা বেগম এবং তাদের দেড় বছর বয়সের শিশু মেয়ে জান্নাতি।

রিয়াজ হাওলাদার জানান, স্ত্রী খাদিজা বেগম ও দেড় বছর বয়সের শিশু সন্তান নিয়ে শুক্রবার রাতে বিছানায় শুয়েছিলেন তারা। রাত ৯টার দিকে ঘরের জানালা দিয়ে তাদের দিকে তরল দাহ্য পদার্থ ছুরে মারে দুর্বৃত্তরা।

এতে খাদিজার শরীরের পেছনের অংশ এবং জান্নাতি ও তার (রিয়াজ) মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রতিবেশীরা ডাক চিৎকার শুনে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।

আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিবেশী এক প্রতিপক্ষ এই হামলা চালাতে পারে বলে সন্দেহ করছেন রিয়াজ ও তার স্ত্রী খাদিজা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তারা।

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল জানান, কে বা কারা তরল দাহ্য পদার্থ ছুড়ে মেরেছে, তা শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন