ববি’তে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘হারিয়ে যাওয়া ঢাকাইয়া মসলিন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এম মনজুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস। উদ্ভিদ বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দারের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা, হারিয়ে যাওয়া ঢাকাইয়া মসলিন ঐতিহ্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। হারিয়ে যাওয়া ঐহিত্য ফিরিয়ে আসনে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বরোপে করেন তারা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES বিশ্ববিদ্যালয় বিষয়: