আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ News News Desk প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আদিবাসী ছাত্র-জনতার পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, আমাদের দেশে মুসলমান এবং হিন্দুরা যেভাবে বসবাস করে, ঠিক তেমনি আদিবাসী জনগোষ্ঠীকে সেই অধিকার দিতে হবে। সরকারকে দাবি জানাচ্ছি, তারা যেন পাহাড়ী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেয়। বই থেকে গ্রাফিতি সরিয়ে ফেলার বিষয়ে সরকারকে সুষ্ঠু তদন্ত করতে হবে। তাদের উপর হামলার নিন্দা জানাই আমরা। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে অবস্থান নেওয়া পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন। SHARES বিশ্ববিদ্যালয় বিষয়: