বরিশাল বিশ্ববিদ্যালয়ে বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২ অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের অনালোচিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সেমিনারে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মন ও মননে দেশপ্রেম গড়ে তুলতে হবে। এ দেশপ্রেমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী দেশ গঠনে এমন অবদান রাখবে। এতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দিকে দেশ এগিয়ে যাবে। সেমিনারের প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কানন গোমেজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক রহমত আলী। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। সেমিনারে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কানন গোমেজকে সম্মাননা দেওয়া হয়। ইতিহাস বিভাগের প্রভাষক কবির হাসানের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা ও বিভিন্ন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকরা। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES শিক্ষাঙ্গন বিষয়: