খালেদা জিয়ার সুস্থতায় ববিতে ছাত্রদলের দোয়া মিলাদ আয়োজন News News Desk প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫ ছবি: ববি প্রতিনিধি ববি প্রতিনিধি : মঙ্গলবার (৮ জানুয়ারি) বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মির নেতৃত্বে দোয়া মিলাদ আয়োজন করা হয়। দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের বাধার কারণে তিনি তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অবশেষে আজ তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন । দোয়া মিলাদ শেষে জান্নাতুল নওরিন উর্মি বলেন, “বেগম খালেদা জিয়া “বাংলাদেশী জাতীয়তাবাদ” আর্দশের মূর্ত প্রতীক। তাঁর প্রতি এই অবিচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন। ববি ছাত্রদল নেতা আরিফ হোসেইন শান্ত বলেন “আজকের এই পবিত্র মিলাদ মাহফিলে আমরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। তিনি গণতন্ত্রের প্রতীক ও জাতির কণ্ঠস্বর। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ববি ছাত্রদল নেতা মাহমুদ ইমরান বলেন “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। তার সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন প্রমুখ। SHARES বিশ্ববিদ্যালয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড