বসার ঘরকে সুন্দর করার ৫ কৌশল News News Desk প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩ অনলাইন ডেস্ক : লিভিং এরিয়া হলো বাসার এমন একটি এরিয়া যেখানে সবাই বেশিরভাগ সময় কাটাতে ভালোবাসে। কারণ এখানটাতেই সিনেমা দেখা, গল্পের বই পড়া বেশি হয়। বাড়িতে কেউ বেড়াতে এলেও এখানেই বসতে দেওয়া হয়। তাই বাসার ভেতরে এই জায়গা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই সবার উচিত লিভিং এরিয়াটি সবসময় সুন্দরভাবে সাজিয়ে রাখা। জেনে নিন আপনার বসার ঘরকে সুন্দর করার ৫ কৌশল- দেয়ালে আর্ট পিস রাখতে পারেন ওয়াল পিস, ভিনটেজ পোস্টার বা ছবি অথবা আধুনিক আর্ট সবসময় মানুষের নজর কাড়ে। সেইসঙ্গে এগুলো এক ধরনের শৈল্পিক রূপ এনে দেয়। তাই এগুলো লিভিং এরিয়াতে সংযোজন করে বাড়িয়ে তুলতে পারেন আপনার বসার ঘরের সৌন্দর্য। গালিচা একটি সুন্দর গালিচা আপনার বসার গরে এনে দিতে পারে নতুন মাত্রা। তবে এটি ঠিক জায়গাতে রাখতে হবে। গালিচার রং লিভিং স্পেসের সৌন্দর্য্য বাড়াতে পারে। প্রিমিয়াম ভাইব পেতে পার্সিয়ান বা প্রাচ্যের গালিচাগুলো নির্বাচন করতে পারেন। যদি টেকসই গালিচা চান তবে নাইলন বা পলিপ্রোপিলিন দিয়ে তৈরি গালিচাগুলো বেছে নিতে পারেন। এগুলো নিয়মিত ব্যবহারের জন্য উপযুক্ত। ঝাড়বাতি ঝাড়বাতি শুধুমাত্র স্থানটিকে সুন্দর করে তোলে না বরং একটি স্বতন্ত্র স্পন্দন দেয়। বসার ঘরের অন্যান্য আসবাবপত্রের সঙ্গে মিলিয়ে ক্রিস্টাল ঝাড়বাতি, মিনিমালিস্ট ঝাড়বাতি, জলপ্রপাতের ঝাড়বাতি বা মোমবাতির ঝাড়বাতি বেছে নিতে পারেন। ইনডোর প্লান্ট ইনডোর প্লান্ট বর্তমানে ঘর সাজানোর একটি নতুন ট্রেন্ড। এটি ঘরকে প্রাণবন্ত করে তোলে। বাসায় গাছপালা মানসিক চাপ কমাতে, উৎপাদনশীলতা বাড়াতে এবং অভ্যন্তরীণ বাতাসের অক্সিজেন লেভেল বাড়াতে সহায়তা করে। বুকশেলফ আপনার যদি বসার ঘরে খালি জায়গা থাকে তবে একটি বুকশেলফ রাখতে পারেন। বইয়ের সংগ্রহের সঙ্গে ম্যাগাজিন, পারিবারিক ফটো ফ্রেম এবং সুন্দর স্যুভেনির রাখতে পারেন। এটি সৌন্দর্য্য বাড়ানোর পাশাপাশি আপনার রুচিশীলতাকেও প্রদর্শন করে। সূত্র : ঢাকা পোস্ট SHARES লাইফস্টাইল বিষয়: