ঈদ সামনে রেখে বাস মেরামত ও রঙের কাজ চলছে দ্রুত গতিতে News News Desk প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫ মো মনিরুল ইসলাম মনির : আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নতুনের পাশাপাশি পুরোনো বাস মেরামত করে নতুন করার হিড়িক পড়েছে বরিশালে ওয়ার্কশপগুলোয়। এবারও ঈদে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে নদীপথের চেয়ে সড়কপথে ভিড় থাকবার সম্ভাবনা বেশি। সেই সুযোগটিই কাজে লাগাতে নতুন বাসের পাশাপাশি লক্কড়-ঝক্কড় বাসও সড়কে নামানোর অপতৎপরতা রয়েছে। বরিশালে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করে। যাত্রীচাপ বাড়ায় গত ছয় মাসে বরিশালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে নতুন করে দুই শতাধিক বাস নেমেছে। তবে প্রশ্ন আছে অনেক গাড়ির ফিটনেস নিয়ে। নগরীর রুপাতলী, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার ওয়ার্কশপগুলোয় দেখা যায়, বাস মেরামতে চলছে জোর ব্যস্ততা। রং-তুলির আঁচড়ে মুহূর্তেই পুরাতন বাস হয়ে উঠছে নতুন। ঈদের আগেই অর্ডার শেষ করতে হবে। তাই কাজের চাপে দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। সোহেল মোল্লা নামে এক শ্রমিক বলেন, ‘ঈদের কারণে এখন চাপ বেশি। চলতি সপ্তাহে ডেলিভারি দিতে হবে তাই সারা দিন বাসগুলো মেরামত ও রঙের কাজ করতে হয় আমাদের। ঈদের আগে সব কাজ শেষ করে গাড়ির মালিকের কাছে ডেলিভারি দিতে হবে।’ আব্দুল্লা নামে আরেক শ্রমিক বলেন, ঈদে সকলেই চায় নতুন গাড়িতে উঠতে তাই গাড়ির মালিক পক্ষ এই সুযোগে নতুন গাড়ির পাশাপাশি পুরাতন গাড়িও মেরামত করে নেয়। ‘ইঞ্জিনের কাজ, রঙের কাজ সবশেষ সিট পাল্টানোর কাজও চলছে এখন। সড়ক দুর্ঘটনার পর বেরিয়ে আসে অনেক গাড়ির ফিটনেস না থাকার খবর। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন বাস মালিক সমিতির কেউই। আর কাউন্টার ম্যানেজারদের দাবি, ফিটনেস ছাড়া গাড়ি নামে না। যাত্রীসেবায় ঈদের আগে এখন চলছে হালকা পাতলা মেরামতের কাজ। প্রতিবছর উৎসবের সুযোগে ফিটনেসবিহীন বাস নামানোর পাঁয়তারা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি থাকলেও পুলিশ ও বিআরটিএ-র কার্যক্রম তেমন নজরে আসেনি এখনো। SHARES প্রচ্ছদ বিষয়: