ঈদযাত্রা নিরাপদ করতে বরিশাল নদী বন্দরে ফায়ার সার্ভিসের মহড়া শুরু News News Desk প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা মৌসুমে নৌযানে অগ্নিকান্ড সহ যে কোন দুর্ঘটনা রোধে বরিশাল নদী বন্দরে মহড়া শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পর্যায়ক্রমে বরিশাল বিভাগের ৭২টি লঞ্চ ঘাট এলাকায় এই মহড়া চালানো হচ্ছে। লঞ্চঘাট গুলোতে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক সরঞ্জাম সহ বিশেষ ডুবুরী ক্যাম্প খোলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঈদ মৌসুমে নৌ পথে যাত্রীবাহি নৌযানে অগ্নিকান্ড সহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝূঁকি থাকে। এসব দুর্ঘটনা প্রতিরোধে বৃহস্পতিবার (৭ জুলাই) মহড়া শুরু করেছে ফায়ার সার্ভিস। বিভাগের ৭২টি লঞ্চঘাটের প্রতিটি স্থানে পর্যায়ক্রমে চালানো হচ্ছে এই মহড়া। প্রতিটি লঞ্চঘাট এলাকায় অত্যাধুনিক সরঞ্জাম সহ বিশেষ ডুবুরী ক্যাম্প চালু করেছে তারা। ঈদ যাত্রী বোঝাই লঞ্চগুলো মেঘনা, তেতুলিয়া, মাসকাটা, কালাবদর সহ বড় নদীতে পৌঁছামাত্র সে গুলোকে ফায়ার সার্ভিসের মহড়া দল কর্ডন করে গন্তব্যে নিয়ে আসছে। ঈদ পরবর্তী আগামী ১৬ জুলাই পর্যন্ত এই মহড়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া। সূত্র : রাহাত খান, বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: