চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৭ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ News News Desk প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৭টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। কোন অনুমতি ছাড়া নতুন দুটি বাস ওই রুটে সংযুক্ত হওয়ার প্রতিবাদে বৃহষ্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন চরকাউয়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মজুমদার। তিনি জানান, চরকাউয়া বাস স্ট্যান্ড থেকে বরিশাল ও বাকেরগঞ্জের অভ্যন্তরীন ৭ টি রুটে বাস চলাচল করে। ঘোষনা ছাড়া নতুন দুটি বাস এই রুটে জোরপূর্বক চলাচল শুরু করে। এ কারনে মালিক সমিতি ওই ৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বাস মালিক সমিতির লাইন সম্পাদক মিজানুর রহমান বলেন, কোন নিয়ম- নীতির তোয়াক্কা না করে বাস দুটি জোড় করে স্থানীয় ক্ষমতাসীনরা চালানো শুরু করে। এর প্রতিবাদে বৃহষ্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ওই ৭ রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। SHARES প্রচ্ছদ বিষয়: