রাজধানীতে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী আটক News News Desk প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মোসা. সোনিয়া বেগম (২৭) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৮ জুন) র্যাব-১০ সদস্যরা কামরাঙ্গীরচর থানার আমিনবাগ আলী আহমেদ গলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে করে। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দ ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। এই র্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী জানিয়েছেন- দীর্ঘদিন ধরেই তিনি মাদক ব্যবসা করে আসছেন। তিনি কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকার মাদক কারবারীদের কাছে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করতেন। আটক ওই নারী মাদককারবারির নামে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সূত্র : বাংলাদশে প্রতিদিন SHARES অপরাধ বিষয়: