বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসা ও খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ ছাত্র-ছাত্রীদের সম্মাননা পাগড়ি প্রদান ও ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধায় শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল সংলগ্ন কালাইয়া লঞ্চঘাট বালুরমাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মো: আবু রায়হানের আয়োজনে এবং সার্ভেয়ার মো: সুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামিক বয়ান করেন ঢাকার কেরানীগঞ্জস্থ বাইতুস সালাম জামে মসজিদের খতিব ও মোফাচ্ছিরে কোরআন মুফতি ইমদাদুল্লাহ নাজিরী। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালীর জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক আনোয়ারী। ওয়াজ মাহফিলে মুসলমানদের ধর্মীয় দিকনির্দেশনামূলক বয়ান পেশ করা হয়। অনুষ্ঠানের এক বিশেষ অংশে মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ শিক্ষার্থীদের মাথায় সম্মাননা স্বরূপ পাগড়ি পরিয়ে দেন মুফতি ইমদাদুল্লাহ নাজিরী। এ উপলক্ষে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড