বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News News

Desk

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

অনলাইন ডেস্ক : বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ইত্তেফাক ৭৩ বছরে পদার্পনে বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব,

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. রিয়াজ হোসেন পিপিএম, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম, সরকারী আলেকান্দা কলেজের অধ্যক্ষ ড. মো. লিয়াকত হোসেন,

উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, উপ-পরিচালক জামাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহাউদ্দিন গোলাপ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী মো. আবু সাঈদ মুসা, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেল, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ,

সহ-সভাপতি এম জহির, সাধারণ সম্পাদক শাহিন হাসান, এম মিরাজ হোসাইন, মেহেদি হাসান শুভ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বরিশালের সাধারণ সম্পাদক সাফিন আহমেদ রাতুল, সাজ্জাদ হৃদয়,

আলম বুক এজেন্সির স্বত্ত্বাধিকারী আলম সিকদার, এম রহমান নিউজ এজেন্সির ফিরোজ আল কামাল, রকি নিউজ এজেন্সির তৌহিদুল ইসলাম রকি,
দৈনিক ইত্তেফাকের মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, হিজলা সংবাদদাতা মো. আলহাজ¦

বাবুগঞ্জের আব্দুর রহিম সরদার, উজিপুরের রফিকুল ইসলাম, বাকেরগঞ্জের গোলাম মোস্তফা,

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ নেছার জোমাদ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের বরিশাল জেলা দক্ষিনের আহবায়ক সাবেক অধ্যক্ষ মাওঃ এমএ রব।

দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষ্যে সরকারী-বেসরকারী সংস্থা সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও কেক নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন।

তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড