বরিশালে ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি ফার্মাসিউটিক্যালস শ্রমিকদের News News Desk প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ স্টাফ রিপোর্টার : বরিশালে ৮ দফা দাবিতে ফার্মাসিউটিক্যালস শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) মথুরানাথ পাবলিক স্কুল রোড, রেফকো ফার্মাসিউটিক্যালস লিঃ সংলগ্ন এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা। রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে কাজ করে আসছি আমরা। ২০১৭ সালে ঔষধ কোম্পানির জন্য ন্যূনতম মজুরির গেজেট ঘোষণা করা হলেও আজ পর্যন্ত সেই গেজেট অনুযাযী আমরা বেতন পাইনি। আমাদের বোনাস ২০২০ সাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। পূর্বে প্রভিডেন্ট ফান্ড চালু থাকলেও ১৫ বছর ধরে প্রভিডেন্ট ফান্ড বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রেও একেকজনকে একেকরকম বেতন বৃদ্ধি করে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। কারখানায় যে বেতন-ভাতা দেয়া হয় তাতে আমাদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে বলেই আজ আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক নারী শ্রমিক জানান, আমাদের একটা সময় সকালে নাস্তা ছিলো, দুপুরে খাবার ছিলো কিন্তু এখন সেই সুবিধা গুলো বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। আমরা খাবার নিয়ে আসলেও সময় অপচয় হবে জানিয়ে সে সময়ও আমাদের দেওয়া হয়না। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি থাকবে। এসম শ্রমিকরা তাদের ৮ টি দাবি জানায়, ২০১৭ সালের গেজেট অনুযায়ী মোট বেতনের ৫৬% বেসিক ও জানুয়ারি ২০২৫ থেকে শ্রমিককে তার বেতনের কমপক্ষে ২৫% ইনক্রিমেন্ট দিতে হবে, মাসের ৫ তারিখের মধ্যে বেতন দিতে হবে, সকল শ্রমিককে কারখানার নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক, পে স্লিপ সরবরাহ করতে হবে, পূর্বের ন্যায় সকাল ১১টায় নাস্তা ও দুপুরে ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে হবে অথবা বিল প্রদান করতে হবে, বছরে দুইবার বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করতে হবে, প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে, ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, দুর্ব্যবহার-হয়রানি বন্ধ করতে হবে। আন্দোলন করার কারণে কোন শ্রমিককে হয়রানি/নির্যাতন/ ছাঁটাই করা যাবে না। SHARES প্রচ্ছদ বিষয়: