বরিশালের বাকেরগঞ্জে পাথরের প্রতিমা চুরির সময় ২ যুবক আটক News News Desk প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে মন্দির থেকে পাথরের তৈরি প্রতিমা চুরির সময় দুই যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ঠাকুর বাড়ি কালী মন্দির থেকে চুরির সময় আটক হন তারা। আটকরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রুনসী এলাকার মৃত সালাম হাওলাদারের ছেলে দোলন হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড আউলিয়াপুর এলাকার আলমগীর খানের ছেলে আব্বাস খান। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন, কালি মন্দির ঢুকে পাথরের তৈরি প্রতিমা চুরি করতে যান অজ্ঞাত ৭/৮ জন। এ সময় এলাকাবাসী টের পেয়ে এলাকাবাসী দুইজনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আটক দুজনসহ পালিয়ে যাওয়া সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। SHARES অপরাধ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড