
অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে গরু খেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে নারীসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার গগন এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও আহতরা জানিয়েছে, রোববার (২১ জানুয়ারি) বিকেলে গগন এলাকার বজলু খলিফার গরু প্রতিবেশী খোকনের খেতের ফসল খেয়ে ফেলে। এ নিয়ে বজলু খলিফা ও খোকনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরই জের ধরে আজ দুপুরে বজলু খলিফা ও মোশারেফ খলিফা খেতে কাজ করে বাড়িতে ফেরার পথে খোকন লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে। বজলু খলিফা ও মোশারেফ খলিফাকে কুপিয়ে গুরুতর জখম করে তারা।
তাদের বাঁচাতে এলে ভাই মজিবর খলিফা ও তার স্ত্রী তাছলিমা বেগম এবং মোশারেফের স্ত্রী নাজমা বেগমকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।
এ বিষয়ে ঝালকাঠি থানার ওসি শহিদুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে দুপুরেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।