বরিশালে শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল

News News

Desk

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বৈরি আবহাওয়া উপেক্ষা করে সমাবেশ এবং লাল পতাকা মিছিল করে জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

জেলা শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন ও জেলা শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।

বক্তারা নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান এবং ব্যাটারি চালিত যানবাহনে চাঁদাবাজি বন্ধের দাবি জানান।

এর আগে নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে শ্রমিক ফ্রন্টের একটি লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড