
মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি :-পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে “মিথ্যাচার, ষড়যন্ত্র ও অশালীন বক্তব্য”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় গোলাবাড়ি বেইলি ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা পরিষদ ও পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় জামায়াতের বক্তব্যকে “গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র” আখ্যায়িত করে হুঁশিয়ারি দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটু বলেন,
“গণতন্ত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ২০ কোটি মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে অস্ত্র মজুদ ও পুলিশের বিরুদ্ধে সহিংসতার হুমকি সংবলিত একটি ভিডিও প্রদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
বক্তারা বিএনপির নেতৃত্বকে “মিথ্যাচার ও বিভেদ সৃষ্টিকারী” আখ্যা দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও,জামাত-শিবির-রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, সহ বিভিন্ন শ্লোগান দেন।