বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৩ উদযাপিত

News News

Desk

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে প্রশাসনিক ভবনের নিচ তলায় এক কেক কাটা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। কেক কাটা ও আনন্দ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এ সময় প্রধান অতিথি মার্কেটিং ডে’র উপর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে পন্য বাজারজাত করনে মার্কেটিংয়ের কোন বিকল্প নেই। বর্তমানে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা তাদের সঠিক মার্কেটিং ব্যবস্থাপনার মাধ্যমে ইতিবাচক ভূূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে কেক কেটে আনন্দ র‌্যালিতে অংশ নেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ সময় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকারের সভাপতিত্বে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন