বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের জনকে ২ কুপিয়ে জখম

News News

Desk

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৩
ছবি: শাহীন সুমন

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলায় বরিশালে ছাত্রলীগের ২ জনকে কুপিয়ে জখম ও ৩ জনকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের কর্মীরা।

আহতদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে বরিশাল নগরীর বগুড়া রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালিয়ে ছাত্রলীগের ২ জনকে কুপিয়ে জখম ও ৩ জনকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের কর্মীরা।

আহতদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাঁধা দিয়ে আসছিলেন।

কলেজের কোন শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে আসলে তাদের ভয়ভীতি দেখানো নিয়ে বিরোধ বাঁধে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে। তারই জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরতর আহত করা হয় তাদের।

পরে আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রিশাদ মাহমুদ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া বাকি আহতরা হলেন ছাত্রলীগের কর্মী এইচ এম রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল ও ইমন। এ ঘটনার পর থেকেই উতপ্ত রয়েছে নগরীর বগুরা রোড, বরিশাল কলেজ এলাকা।

এদিকে এ ঘটনার পরপরই নাজিম হাওলাদার নামে ১ জনকে দেশীয় অস্ত্র সহ আটক করে পুলিশ। দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।