না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের সম্রাট পেলে News News Desk প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি দিলেন বিশ্ব ফুটবলের প্রথম সুপারস্টার পেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২। সদা হাস্যোজ্জ্বল পেলে দীর্ঘদিন ধরেই লড়ছিলেন ক্যানসারের সঙ্গে। তবে শতকিছুর মাঝেও তার সেই ট্রেডমার্ক হাসি মুখে লেগেই থাকতো। অনেক সময় তার স্বাস্থ্যগত বিষয়ে গুজব ছড়াত। তখন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেন ভালো আছি। এখন থেকে এর কোনোটাই আর ঘটবে না। পেলের হাসিটাও দেখতে পাবে না তার ভক্তরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের সম্রাট পেলে। ইনস্টাগ্রামে পেলের মেয়ে লেখেন, ‘আমরা যা কিছু হয়েছি, সেটা তোমার জন্য। তোমায় অপরিসীম ভালোবাসি। শান্তিতে ঘুমাও। পেলের বয়স যখন মাত্র ১৫, তখন ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন। যে ক্লাবে ১৮ বছর কাটিয়েছিলেন। জিতেছিলেন সব ট্রফি। মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিলের জার্সিতে ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ শিরোপা। সূত্র : দেশ রূপান্তর SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড