গাজায় খাদ্য সহায়তা আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ News News Desk প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫ অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশন আটকে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকায় সেখানকার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্য তুলে ধরে সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত ১০ দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনী ৫০টির বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান চালিয়েছে। ডুজারিক বলেন, ইসরায়েলি হামলার কারণে গাজার পুষ্টি সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এক মাস আগে এখানকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। এখনো সেখানকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তিনি জানান, পুষ্টি কার্যক্রমে নিয়োজিত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী প্রায় অর্ধেক চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে নতুন রোগী শনাক্তকরণ ও শত শত শিশুর চিকিৎসা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার সীমিত রাখার প্রসঙ্গে ডুজারিক বলেন, “আজ ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিত ১২টি মানবিক মিশনের মধ্যে সাতটি চালানো সম্ভব হয়েছে। আমাদের দল কেরেম শালোম থেকে কিছু চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করতে পেরেছে। তবে খাদ্যবাহী দুটি মিশন আটকে দেওয়া হয়েছে।” জাতিসংঘ মুখপাত্র আরও জানান, হতাশাগ্রস্ত পরিবারগুলো গাজা সিটি ছেড়ে দক্ষিণের খান ইউনিস ও দেইর আল-বালাহর দিকে চলে যাচ্ছে। কিন্তু সেসব এলাকায় নতুন আশ্রয়প্রার্থীদের রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর বারবার উচ্ছেদ নির্দেশনার কারণে আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যেই গাদাগাদি অবস্থায় আছে। এ অবস্থায় গাজার উত্তরাঞ্চলে বসবাসরত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছানো একেবারেই অপরিহার্য হয়ে উঠেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড