আফগানিস্তানের নেতৃত্বে রশিদ খান

News News

Desk

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মোহাম্মদ নবির উত্তরসূরি হিসেবে রশিদের নাম ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

গত নভেম্বরে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন নবি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে জয়শূন্য ছিল আফগানিস্তান।

রশিদ দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের অধিনায়ক নির্বাচিত হলেন। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন রশিদ। অভিযোগ করেছিলেন, বিশ্বকাপ দল নির্বাচনে তার সঙ্গে কোনো পরামর্শই করেনি নির্বাচক কমিটি।

ফের নেতৃত্ব পেয়ে রশিদ বলেন, ‘আগেও দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে আমার। এখানে অসাধারণ খেলোয়াড় আছেন যাদের সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো। আমরা চেষ্টা করব একত্র থাকার, সঠিক পথে থাকার এবং দেশকে গর্বিত করার জন্য কঠোর পরিশ্রম করার।’

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে রশিদ প্রথম অ্যাসাইনমেন্ট।

সূত্র : দেশ রূপান্তর


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড