এবার বরিশালে মাইক্রোবাস চলাচলও বন্ধ News News Desk প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২ অনলাইন ডেস্ক : বরিশালে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে ৪ নভেম্বর থেকে সমাবেশের দিন পর্যন্ত বাস, লঞ্চ, স্পিড বোট ও থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার বরিশালে মাইক্রোবাস চলাচলও বন্ধ ঘোষণা করা হলো। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১২টা থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা মাইক্রোবাস মালিক সমিতির সদস্য মো. ফরিদ। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১২টার পর থেকে বরিশাল থেকে সকল স্থানে মাইক্রোবাস চলাচল বন্ধ করা হয়েছে। একইসঙ্গে দেশের কোনো স্থান থেকে বরিশালে মাইক্রোবাস আসবে না। ৫ নভেম্বর পর্যন্ত মাইক্রোবাস বন্ধ থাকবে। আর জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুজ্জামান জলিল বলেন, আগামী দুই দিন (৪ ও ৫ নভেম্বর) আমাদের তেমন কোনো ট্রিপ হবে না। এজন্য আমরা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে জরুরি সেবা যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা দেব। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: