সাগরে র্যাবের অভিযানে ১২ জলদস্যু আটক News News Desk প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ অনলাইন ডেস্ক : সাগরে অভিযান চালিয়ে ১২ জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মো. আনোয়ার, লিয়াকত মাঝি, মো. মনির, আবুল খায়ের, নবীর হোসেন, নেজাম উদ্দিন, হুমায়ুন, সাহেদ, সাদ্দাম, আতিক, এমরান, আমানউল্লাহ। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইলিশ মাছ, মাছ ধরার রড় জাল, ৩টি ওয়ান শুটারগান, চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, বাইনোকুলার, ৭০টি মোবাইল উদ্ধার করা হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পূর্ববর্তী ৪৮ ঘন্টা গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, গত ২৭ আগস্ট সাগরে মাছ ধরার ট্রলারে গণডাকাতি হওয়ার পর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। ৮ সেপ্টেম্বর সাগরে জলদস্যুদের তৎপরতার খবর পেয়ে অভিযান চালানো হয়। গভীর সাগরে ৪৮ ঘন্টার অভিযানে ১২ জলদস্যুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES অপরাধ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড