পটুয়াখালী-২ বাউফল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়ন ফরম সংগ্রহ News News Desk প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহম্মেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই ফরম সংগ্রহ করেন। ড. মাসুদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে তাঁর সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ড. শফিকুল ইসলাম মাসুদ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “বিগত দিনের মতো ভবিষ্যতেও আমরা বাউফলবাসীর সেবক হিসেবে রয়েছি। এবার বাউফলবাসীকে এমপি বানাবো ইনশাআল্লাহ। আমরা সেবক হিসেবেই তাদের পাশে থেকে ভূমিকা রাখব।” তিনি বাউফলের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং যোগ্য ও সৎ নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ড. মাসুদ বলেন, “মনোনয়ন ফরম ব্যক্তির পক্ষ থেকে তোলা হলেও এটি আসলে বাউফলের প্রায় চার লক্ষ ভোটারের পক্ষ থেকে গৃহীত। বাউফলে ব্যক্তি এমপি হবেন না, এমপি হবেন বাউফলের সাধারণ ভোটাররা। নির্বাচিত ব্যক্তি হবেন তাদের সেবক।” দোয়া অনুষ্ঠানে জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও পরিবারসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড