কাজিরহাটে মাদকসম্রাট অলিউল্লাহু অলিল মৃধা ৪২ পিস ইয়াবা ৪৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার।

News News

Desk

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

কাজিরহাট প্রতিনিধ : বরিশাল জেলার কাজিরহাট থানা আন্দার মানিক ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে জয়নাল মৃধার ছেলে অলিউল্ল অলি কে ২৫ শে অক্টোবর সকাল ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় অলিউল্লাহ মাদক ব্যবসায়ীর সাথে জড়িত গোপন সংবাদের থানা পুলিশ জানতে পায় অলিউল্লাহ মাদক ক্রয় করে বিক্রি করার জন্য তাহার নিজ বাড়িতে প্রবেশ করেন। এই ঘটনা কাজিরহাট থানার এসআই

হৃদয় চাকলাদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে গেলে । পুলিশের টের পেয়ে অলিউল্লাহ তাহার বাড়ির উঠোন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।অবশেষে পুলিশ গ্রেফতার করেন। তাহার সাথে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে একটি পোটলায় ৪৫০ গ্রাম গাজা ও একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৪২ পিস ইয়াবা তাহার পকেট তল্লাশি করে উদ্ধার করে । জনসম্মুখের সামনে উদ্ধার করে অলিউল্লাহ কে কাজিরহাট থানায় নিয়ে আসে বলে জানা গেছে।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড