বাউফলে অবরোধ উপেক্ষা করে ভোলা থেকে ট্রলার এনে মাছ শিকারের অভিযোগ News News Desk প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫ মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বগি তুলাতলা এলাকায় সরকারি নির্দেশিত টানা ২২ দিনের মাছ শিকার অবরোধ উপেক্ষা করে ভোলার নাজিরপুর থেকে ট্রলার ভাড়া এনে ব্যাপক হারে মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বগি তুলাতলার দেলোয়ার পাটোয়ারীর ছেলে সাদ্দাম পাটোয়ারীর নেতৃত্বে এই অনিয়ম চলছে। সরকারি এই অবরোধের মূল উদ্দেশ্য ছিল জলজ বৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন নিশ্চিত করা। কিন্তু অভিযোগ রয়েছে, টানা এই ২২ দিনের অবরোধকালেই সাদ্দাম ও তার সঙ্গীরা তেতুলিয়া প্রজাতির মাছ নিয়মিত শিকার করেছেন। এজন্য ভোলার নাজিরপুর থেকে ৬টি ট্রলার ভাড়া করে আনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে বগি তুলাতলার স্থানীয় মান্তা পরিবার ও অন্যান্য বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, “বগির তুলাতলায় আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে বসবাস করি। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাদের নামেই মাছ শিকারের মিথ্যা অভিযোগ দেওয়া হয়। বাস্তবে সাদ্দাম স্পষ্টভাবে ভোলা থেকে বাহিরের লোকজন ও ট্রলার ভাড়া নিয়ে এনে অবাধে ও নির্ভয়ে মাছ শিকার করছেন।” অভিযোগের প্রতিক্রিয়ায় অভিযুক্ত সাদ্দাম পাটোয়ারী বলেন, “অনেকেই মাছ ধরে। তারা মাছ ধরতে এসেছে, তারা মাছ বিক্রি করে। সবাই এখানকার তাদের থেকে মাছ কিনে।” স্থানীয়রা আরও অভিযোগ করেন, বাইরের জেলা থেকে এভাবে ট্রলার ও জনবল আনা একটি সংগঠিত চক্রের কাজ, যা স্থানীয় পরিবেশ ও তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এ বিষয়ে বাউফল উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ বলেন, “এ বিষয়ে আমরা জানতে পেরেছি, আমরা ব্যবস্থা নিব।” স্থানীয়রা প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা আশা করছেন। তারা দাবি জানান, অবরোধের নিয়ম সঠিকভাবে প্রয়োগ ও তদারকি না করায় এমন অনিয়ম ঘটছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড