বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি News News Desk প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫ মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সংবাদ প্রকাশের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় এক সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির শিকার হয়েছেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউক। গত শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাউফল থানা সংলগ্ন ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাউফল থানা পুলিশ পৌরসভার দুই যুবক মো. সোহাগ খান ও বেল্লাল হোসেন সিকদারকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় আরও পাঁচজনকে আটক করা হলেও মাদক না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারের এ সংবাদ স্থানীয় ‘বাউফল ফেস’সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রথমে মেসেঞ্জারে অহিদুজ্জামান ডিউকের কাছে সংবাদটি তুলে নেওয়ার দাবি জানান। পরে রাত সাড়ে ১১টার দিকে মুখোশ পড়া কয়েক যুবক তার বাসার সামনে উপস্থিত হয়ে তাকে ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়। তারা সাংবাদিককে পরিবারসহ শহর ছেড়ে চলে যেতে বাধ্য করে। না হলে পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকি দিয়ে তারা চলে যায়। এ ঘটনায় অহিদুজ্জামান ডিউক বলেন, ‘সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমরা সবাই নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে।’ বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, ‘হুমকির বিষয়টি আমরা জেনেছি। কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড