ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু ,সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু ও ভর্তি News News Desk প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫ অনলাইন ডেস্ক : দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক দিনে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৮৪১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকিরা ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০ বছর (দুজন), ৫০, ৫৫ ও ১২ বছর (বাকি ৩ জন)। মৃতদের মধ্যে তিন নারী ও দুই পুরুষ। সেপ্টেম্বরেই সর্বোচ্চ মৃত্যু ও ভর্তি চলতি মাস সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটেছে। মারা গেছেন ৬৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩৬৫ জন। এর আগে জুলাই মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ এবং মৃত্যু হয়েছিল ৪১ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীর মধ্যে ১৬৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১২৬, ময়মনসিংহ বিভাগে ৩০, চট্টগ্রাম বিভাগে ১০৬, খুলনা বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৩৫, রংপুর বিভাগে পাঁচ এবং বরিশাল বিভাগে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। SHARES সারাদেশ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড