
অনলাইন ডেস্ক: বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসংলগ্ন কথাবার্তা ও হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমার কক্ষে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। তিনি জানান, আজকে দুপুরে একটি যুবক আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করে সে জায়গায় আমাদের ম্যাজিস্ট্রেট অংছিং মারমা দায়িত্ব পালনের অবস্থায় ছিল।
সে সময় সেই যুবক তাকে অসংলগ্ন কথা বলে ও তাকে সহ অনেককে হুমকি দিয়ে থাকে একপর্যায়ে তার উপর হামলা করে। তাৎক্ষনিকভাবে আমরা পুলিশকে খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
হামলাকারী মেহেদী হাচান অভি(২৬) বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে মজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল হক বলেন, এক যুবক অবৈধভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট শাখায় ঢুকে অন্যায়ভাবে কোন কাজের জন্য চাপ সৃষ্টি করছিল।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম ছুটে যায়। সে জায়গায় থেকে অভি নামে ১ যুবককে আটক করা হয়েছে। এখন জেলা প্রশাসক অফিস থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলায় অভিযুক্ত মেহেদী হাসান অভি জানান, প্রাথমিকে শিক্ষক নিয়োগে একটি পুনতদন্তের বিষয়ে খোঁজ নিতে অং মাচিং মারমার কক্ষে যান তিনি। ওই কক্ষে কথা বলার সময় বাদানুবাদের এক পর্যায়ে সেখানে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা তাকে (অভি) একটি চড় দেয়। তিনিও তাকে পাল্টা একটা চড় মারেন।
এ বিষয়ে জানার জন্য নেজারত শাখার ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।