অবরোধের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন News News Desk প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপির টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মধুমিতা হলের সামনে দোতলা বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি অপেক্ষা করছিল বাংলাদেশ ব্যাংকের স্টাফদের নিয়ে যেতে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। জানা গেছে, আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে আসেন। সূত্র : রাইজিংবিডি.কম SHARES অপরাধ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড