ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল News News Desk প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩ ছবি : শহিদুল ইসলাম সুজন অনলাইন ডেস্ক : ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বরিশাল বিএম কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূতত্ব বিভাগের শিক্ষার্থী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আবদুর রহিম, আবদুর রহমান ও আশিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল আকসা জেরুজালেমে অবস্থিত। যা মুসলমানদের জন্য ধর্মীয়ভাবে মর্যাদাকর। ইসরাইলিদের সাহায্যার্থে সেখানে থাকতে দেওয়ার পর তারা সেই জায়গা দখল করে ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টা চালাচ্ছে। তারা ফিলিস্তিনি ভূখণ্ড রক্ষার জাতিসংঘের জোড়ালো ভূমিকা দাবি করেন। মানববন্ধন শেষে একই দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বিএম কলেজ সড়কে গিয়ে শেষ হয়। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: