বরিশালে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

News News

Desk

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে তিন দিনের সর্বাত্মক কর্মবিতরতির দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) শুরু হওয়া এই কর্মবিরতি আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১১ অক্টোবর) বরিশাল বিএম কলেজের শিক্ষকরা ক্লাশ ও পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বাদ দিয়ে শিক্ষক মিলনায়তনে অবস্থান নেন।

এ সময় শিক্ষক নেতারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে তারা আশা করছেন। এরপরও দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আগামীতে কঠোর কর্মসূচি দেবেন তারা।

শুধু বিএম কলেজ নয়, বরিশাল বিভাগের ১৭ সরকারি কলেজে চলছে শিক্ষকদের ৩ দিনের সর্বাত্মক কর্মবিরতি। এর ফলে সব কলেজে ক্লাস,পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সূত্র : বিডিক্রাইম