বরিশালে বালুবাহী ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক News News Desk প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩ ছবি : নজরুল ইসলাম ইমরান অনলাইন ডেস্ক : বরিশাল নগরীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ৬নং ওয়ার্ডের উত্তর আমানতগঞ্জ এলাকার সিকদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। নিহত মনোয়ারা ঐ এলাকার জাকির হোসেনের স্ত্রী। নিহতর স্বামী জাকির হোসেন জানান, আমাদের বাড়ির পাশে ট্রাকে করে বালু ফালাচ্ছে কয়েকদিন ধরে। তিনি আরো বলেন, আমার স্ত্রী মনোয়ারা রাস্তা থেকে হেটে যাচ্ছিল ঠিক তখন পিছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে নিহতর স্বজনদের অভিযোগ আহত অবস্থায় মনোয়ারাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে কর্মরত ট্রলিম্যান রাকিব ও সোহাগ রোগীকে ট্রলিতে না উঠিয়ে আগে তাদের কাছে টাকা দাবি করেন। এনিয়ে স্বজনরা প্রতিবাদ করলে রোগীকে নিদিষ্ট ওয়ার্ডে না নিয়ে অন্য রোগীকে ট্রলিতে করে নিয়ে যায়। স্বজনদের দাবি ট্রলিম্যানদের অবহেলায় রোগী মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পর্কে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক মোস্তাফার কাছে জানতে চাইলে তিনি বলেন, মনোয়ারাকে মৃত্যু অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। এখানে আসার পারে আমি প্রথমে ইসিজি করেছি। এখানে কোন চিকিৎসার অবহেলা হয়নি। এঘটনায় ঘাতক ট্রাকটি চালক নিসাত রায়হান হিরাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে রোগীর স্বজনরা। নিহতর লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। সূত্র : আমার বরিশাল SHARES প্রচ্ছদ বিষয়: