বরিশাল বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে ২ গ্রুপের মারামারি

News News

Desk

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩
ছবি: সাজ্জাদ হোসেন রিদয়

অনলাইন ডেস্ক : বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

সেখানে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালীন এই ধাক্কাধাক্কি-মারামারির ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, কর্মসূচিতে বসা ও স্লোগানকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মাঝে এ ঘটনা ঘটে।

তবে মারামারি ঘটনা অস্বীকার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, কোন নেতাকর্মী এমন ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই বক্তব্য দিয়েছেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম