রানের পাহাড় টপকে বরিশালকে হারাল সিলেট

News News

Desk

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

অনলাইন ডেস্ক : টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে থিসারার সঙ্গে মুশফিকের উচ্ছাস। ছবিঃ মোশারফ হোসেন।

সাকিব আল হাসানের ঝড়ো ইনিংসে সিলেট স্ট্রাইকার্সকে পাহাড়সম লক্ষ্য দিয়েছিল ফরচুন বরিশাল। তবে ব্যাটসম্যানদের দৃঢ়তায় সেই লক্ষ্য সহজেই টপকে গেছেন মাশরাফীরা। তাতে বিপিএলের নবাগত দলটি টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।

১৯৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই সিলেট হারায় কলিন অ্যাকারমেনের উইকেট। তার বিদায়ে তিনে নামানো হয় তৌহিদ হৃদয়কে। আগেরদিন এই জায়গায় খেলতে নেমেছিলেন জাকির হাসান।

তবে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ঠান্ডা মাথায় করতে থাকেন ব্যাটিং গড়ে তুলেন দুজন মিলে শত রানের জুটি। যা টুর্নামেন্টের এবারের আসরে প্রথমবার।

তবে শতরানের জুটি পূর্ণ হতেই ফিরে যান শান্ত। রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। ফেরার আগে করেন ৪৮ রান। তবে হৃদয় ফিরেছেন অর্ধশতক পূর্ণ করেই। ৩৪ বলে ৫৫ রান করেন তিনি। ছিল ৭টি চার ও একটি ছক্কার মার।

অন্যদিকে চারে নামা জাকির হাসান ব্যাটিংয়ে নেমেই তুলেন ঝড়। ১৮ বলে ৪৩ রান করে তিনি যখন আউট হন, তখন সিলেট জয় থেকে মাত্র ২১ রান দূরে। তার ব্যাট থেকে আসে তিনটি ছক্কা ও চারটি চারের মার।

তারা বিদায় নিলেও বাকি কাজটা সহজেই সামলে নেন এই ম্যাচের অধিনায়ক মুশফিকুর রহিম ও থিসার পেরেরা। শেষ দুই বলে ছক্কা পেরেরা নিশ্চিত করেন সিলেটের ৬ উইকেটের জয়।

সূত্র : দেশ রূপান্তর


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড